মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি ইরানের প্রেসিডেন্টের ঈদ শুভেচ্ছা
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৬
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্বের সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ইরানে ঈদের চাঁদ দেখা দেয়ার পর এক বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বার্তায় প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামের মহিমান্বিত শিক্ষার প্রতি মনোযোগ দেয়ার মধ্য দিয়ে আমরা ইসলামকে বিকৃত, সহিংসতা এবং উগ্র ধর্ম হিসেবে উপস্থাপনের ন্যক্কারজনক তৎপরতার মোকাবেলা করতে পারি। পাশাপাশি ইসলামিক কল্যাণ এবং উদারতার বাস্তব চিত্রও তুলে ধরা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
শাওয়ালের চাঁদ দেখা দেয়ার পর পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্য দিয়ে রমজান মাসের মাসব্যাপী সিয়াম সাধনার সমাপ্তি ঘটে । এ দিনে যথাযথ ভাবগাম্ভীর্য এবং ধর্মীয় মর্যাদার সঙ্গে ঈদের অনাবিল আনন্দে মেতে ওঠে গোটা মুসলিম দুনিয়া। সূত্র: পার্সটুডে