মিয়ানমারে মুসলিম গণহত্যা ভয়াবহ মানবিক বিপর্যয়: আয়াতুল্লাহ খাতামি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/09/4bn1b1ac4ad97avgxl_800C450.jpg)
মিয়ানমারে মুসলিম গণহত্যার ঘটনাকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। তিনি বলেন,মিয়ানমার সরকার ভয়াবহ নৃশংসতা চালিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। অথচ দেশটির ক্ষমতাসীনদলের নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ি অং সান সূচি এই নৃশংস গণহত্যার ব্যাপারে নিরব রয়েছেন।
মিয়ানমারে মুসলিম নিধনের ঘটনায় কোনো কোনো মুসলিম দেশ এবং বিশ্বসমাজের নীরবতারও সমালোচনা করেন আয়াতুল্লাহ খাতামি। সূত্র: পার্সটুডে।