মার্কিন অবরোধে ইরানের দেশীয় প্রযুক্তির উৎপাদন বেড়েছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২০

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি বলেছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ফলে দেশীয় প্রযুক্তির উৎপাদন বেড়েছে। ইরানি কোম্পানিগুলো পণ্যসামগ্রী রপ্তানির জন্য প্রতিবেশী তুরস্ক একটি প্রবেশদ্বার বলে জানান তিনি।
শনিবার ইস্তান্বুলে অনুষ্ঠিত ইরান ও তুরস্কের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর যৌথ সম্মেলনে সাত্তারি এই মন্তব্য করেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহায়তায় ইরান অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির বিষয়টি উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বলেন, জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর অবকাঠামোর মধ্য থেকে প্রতিবেশী তুরস্কে প্রযুক্তি হস্তান্তরের জন্য ইরান অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।