মহামারির মধ্যেও ইরানে বিয়ের হার বেড়েছে ৫ শতাংশ
পোস্ট হয়েছে: মে ১৭, ২০২১

করোনাভাইরাস মহামারি সত্বেও গত ফারসি বছরে (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) ইরানে বিবাহের হার বেড়েছে ৫ শতাংশ। দেশটির নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার এই তথ্য জানান।
ব্যাখা করে তিনি বলেন, মহামারির কারণে বিয়ের হার নিম্নমুখি হওয়ার প্রত্যাশা করলেও খরচ কমে যাওয়ায় গত বছর বিয়ের হার বেড়েছে ৫ শতাংশ। শুক্রবার ইসনা এই খবর দিয়েছে। সূত্র: তেহরান টাইমস।