রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মস্কো উৎসবে তিনটি পুরস্কার জিতেছে ইরানি চলচ্চিত্র “কোল্ড সাই”

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ 

news-image

নাহিদ আজিজি সেদিঘ পরিচালিত এবং রেজা মোহাগেগ  প্রযোজিত ইরানি ফিচার ফিল্ম “কোল্ড সাই” শুক্রবার ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) এর সমাপনী অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছে।

উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে ইরানের একমাত্র প্রতিনিধি এই চলচ্চিত্রটি সেরা পরিচালকের পুরস্কার, সেরা চলচ্চিত্রের জন্য অডিয়েন্স চয়েজ পুরস্কার এবং ন্যাটপ্যাক (এশিয়া প্যাসিফিক সিনেমার প্রচারের জন্য নেটওয়ার্ক) বিশেষ মেনশন জিতেছে। খবর ইরনার

২০২৩ সালে প্রযোজিত ৭২  মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন ইমান সেদিঘ, আলী বাঘেরি, আহুরা বাহরামি, আমির আরাম, মোহাম্মদ আশকানফার এবং সালার দরিয়ামাজ।

গত বছর ছবিটি ফজর চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার জিতেছে। সূত্র- তেহরান টাইমস