মন্টিনিগ্রোতে ইরানি ফটোগ্রাফারদের স্বর্ণ ও রৌপ্যপদক জয়
পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/03/4095727.jpg)
মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত ১ম এফকেএসএস এসএলএম সার্কিটে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন ইরানের ফটোগ্রাফাররা। ফটোগ্রাফির এই সার্কুলার প্রদর্শনী ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজধানী পডগোরিকায় অনুষ্ঠিত হয়।
ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’আর্ট ফটোগ্রাফিক (এফআইএপি), ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকা (পিএসএ) এবং অন্যান্য কয়েকটি কেন্দ্রের অবদানে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এস্তেকির “ক্রাই আন্ডারওয়াটার” ওপেন একরঙা ক্যাটাগরিতে পিএসএ গোল্ড মেডেল জিতেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ইরানে একটি ইসলামি শোক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই বিভাগে আর্লেন কেশিশিয়ানের “সাইরেন” এফআইএপি সম্মানজনক মেনশন লাভ করেছে। এস্তেকি তার “নুশিন” ছবির জন্যও নারী পুরুষ শিশু বিভাগ থেকে পিএসএ স্বর্ণপদক লাভ করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি মধ্য ইরানী শহরে একজন নারী হেঁটে চলেছে। এই ক্যাটাগরিতে আহমদ খাতিরির ছবি “প্রেয়ার ইন ওয়ারজোনস” সেলুন সম্মানজনক মেনশন জিতেছে। সূত্র: তেহরান টাইমস