শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভ্যানকুভারের সিনেমাথেক এ যাচ্ছে ইরানের ‘আনটাইমলি’

পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ 

news-image

ভ্যানকুভারের সিনেমাথেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি ফিচার ‘আনটাইমলি’।  চলচ্চিত্রকার পুয়া ইশতেহারদি পরিচালিত ছবিটি আগামী নভেম্বরে ভ্যানকুভারে অনুষ্ঠিতব্য তিন দিনের উৎসবে দেখানো হবে। ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে ১৭, ২১ ও ২২ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।

‘আনটাইমলি’ ফিচারটিতে হামিন নামে ইরানি এক তরুণ সেনা সদস্যের গল্প তুলে ধরা হয়েছে। হামিন ইরান-পাকিস্তান সীমান্তরেখায় একটি ওয়াচটাওয়ারে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ওয়াচটাওয়ারের ওপর থেকে তিনি বিগত বছরগুলো পর্যালোচনা করে দেখেন। এসময় শৈশবকালে তার ও তার বোনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কল্পনার জগতে পাড়ি জমান।

চলচ্চিত্রটিতে অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন ইমান আফশার, শায়ান আফশার, আইয়ুব আফশার, মাহসা নরুয়ি, আভা আজারপিরা ও মোল্লাবাখশ রায়েসি প্রমুখ অভিনেতা।

এর আগে ছবিটি আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডালাস ভিয়োফেস্ট অলটারনেটিভ ফিকশনে সেরা ফিচার ছবি ও আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কানসাস সিটি ফাইল চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ওয়ার্ল্ড সিনেমা ফিচার’ অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।