বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভিসামুক্ত ভ্রমণে রাশিয়ার সাথে ফের আলোচনায় বসছে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২০ 

news-image

ইরান ও রাশিয়া দুদেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করতে ফের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পর্যটন মন্ত্রী আলি আসগার মুনেসান। আসন্ন মস্কো ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সিবিশনের (এমআইটিটি) ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনায় বসবে দুদেশ। আন্তর্জাতিক পর্যটন মেলাটির এবারের ২৭তম পর্ব ১৭ মার্চ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

সিএইচটিএনের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী বলেন, ‘‘রুশ পর্যটন মেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনীতে আমাদের শক্তিশালী ও প্রভাবশালী উপস্থিতি থাকতে হবে। মেলার অন্যতম বড় ইস্যু ইরান ও রাশিয়ার গ্রুপ পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থা বাতিল করার বিষয়টি চূড়ান্ত করা।’’

পর্যটন খাতে তৎপর বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মুনেসান এই মন্তব্য করেন।

গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, ইরান পর্যটনের বিকাশে দেশে রুশ পর্যটকদের ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। এর আগে চায়না ও ওমানি নাগরিক সহ অন্যান্য কয়েকটি দেশের পাসপোর্টধারীদের জন্য একই সুবিধা চালু করে ইরান।

২০১৭ সালে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে নির্দিষ্ট পর্যটক দলের ভিসামুক্ত প্রবেশের বিষয়ে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী একই সাথে ৫ থেকে ৫০ জনের পর্যটক দলকে একে অপরের দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং তারা সর্বোচ্চ ১৫ দিন থাকতে পারবেন। সূত্র: তেহরান টাইমস।