ভারতে ইরানের রপ্তানি বেড়েছে
পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২৪
ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (টিপিও) এর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরান গত ফা রসি বছরে (১৯ মার্চ যা শেষ হয়েছে) ভারতে ২ দশমিক ২১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।
ভারতীয় উপমহাদেশ বিষয়ক টিপিও বিভাগের পরিচালক হাদি তালেবিয়ান মোগাদ্দাম রবিবার বলেন, ২০২২ সালে রপ্তানির এই পরিমাণ ছিল ২ দশমিক ১৭৫ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় দেশটিতে ইরানের রপ্তানি বেড়েছে দুই শতাংশ।
গত বছর ভারতের সাথে ইরানের বাণিজ্যের ভারসাম্য ইতিবাচক ছিল উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে ইরান গত বছর ১ দশমিক ৯১৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন বলা হয়, জানুয়ারিতে ইরানের সাথে দেশটির বাণিজ্য বিনিময় হয়েছে ২০০ মিলিয়ন ডলারের বেশি। ২০২৩ সালের জানুয়ারির তুলনায় যা তিন শতাংশ বেশি। সূত্র- তেহরান টাইমস