ভারতীয় উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই ইরানি ছবি
পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/11/4342965.jpg)
ইরানি চলচ্চিত্র ‘অ্যা মাইনর’ এবং ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ ভারতের গোয়ায় চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে।দারিউশ মেহরজুই পরিচালিত ‘অ্যা মাইনর’ ছবিটি ‘লা মাইনর’ নামেও পরিচিত। আজ ভারতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় চলচ্চিত্রটি দেখানোর কথা রয়েছে৷২০২৩ সালের অস্কারে আন্তর্জাতিক ফিচার পুরস্কারের জন্য ইরানের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’। চলচ্চিত্রটি ভারতীয় উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামীকাল সোমবার উৎসবের পর্দা নামবে।হুমান সেয়েদি পরিচালিত ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এটি সেরা চলচ্চিত্রের জন্য ওরিজোন্তি পুরস্কার এবং তারকা মহসেন তানাবন্দেহের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে।‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং লস এঞ্জেলেস এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বিশেষ জুরি পুরস্কারও পেয়েছে। সূত্র: তেহরান টাইমস।