ভলিবলে সেরা খেলোয়াড় নির্বাচিত ৩ ইরানি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২

পুরুষদের অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় দলের তিনজন খেলোয়াড় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সদ্য অনুষ্ঠিত ভলিবল চ্যাম্পিয়নশিপে ইরান ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট শেষে আরশিয়া বেহেনেজাদকে সেরা সেটার, সেরা ডিফেন্সিভ স্পেশালিস্ট হিসেবে এরফান নরুজি এবং সেরা আউটসাইড হিটার এবং ইভেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে আমির-মোহাম্মদ গোলজাদেহ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টটি ২২ থেকে ২৯ আগস্ট বাহরাইনের রিফাতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।