বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদনে মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০১৯

বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদনের প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যে প্রথম স্থানে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রোববার ইরানের পাওয়ার জেনারশেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিএভিএএনআইআর) সমন্বয় বিষয়ক ডেপুটি সিইও সাইয়্যেদ জামান হোসেইনি এই তথ্য জানিয়েছেন।
বর্তমানে ইরান বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদন, মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে শীর্ষ স্থানে রয়েছে। তিনি রপ্তানি বাজারে অংশগ্রহণে প্রযুক্তিগত-প্রকৌশল কোম্পানিগুলোর উচ্চ সম্ভাবনা ও সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি খাতের একজন প্রতিনিধি হিসেবে আমরা এই খাতের সক্রিয় দেশীয় কোম্পানিগুলোর কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করব।
পাওয়ার সিন্ডিকেটের সদস্য আরাশ আকায়েফার বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের উৎপাদন ও সংস্কারের প্রযুক্তিতে ইরানের সক্ষমতাকে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে ইরানি বিশেষজ্ঞ প্রকৌশলীরা বলছেন, এসব ধরনের ট্রান্সফরমার উৎপাদন, মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইরান শীর্ষে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।