সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বুলগেরিয়ায় ইরানি কুস্তিগিরদের সাত পদক

পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২৪ 

news-image

ইরানের কুস্তিগিররা বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত ড্যান কোলভ-নিকোলা পেট্রোভ টুর্নামেন্টে সাতটি রঙিন পদক জিতেছেন। ফ্রিস্টাইল এবং গ্রেকো-রোমান উভয় বিভাগেই ইরানি কুস্তিগিররা মোট সাতটি পদক জিতেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ।

গ্রেকো-রোমানে মোহাম্মদ নাঘৌসি, গোলাম-রেজা ফারোখি এবং আমির-রেজা আকবরি যথাক্রমে ৮২ কেজি, ৭৭ কেজি এবং ৯৭ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। মোহাম্মদ-রেজা গেরাই ৭২ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন।

ফ্রিস্টাইল কুস্তিতে আব্বাস ইব্রাহিমজাদে এবং মবিন আজিমি উভয়েই যথাক্রমে ৬৫ কেজি এবং ৮৬ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।এদিকে, ইয়াসিন রেজাই ৬১ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।

ড্যান কোলভ-নিকোলা পেট্রোভ টুর্নামেন্টটি ৭ থেকে ১১ মার্চ বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহর নিউজ