বুলগেরিয়ান ইভেন্টে ইরানি কুস্তিগিরদের সাত পদক জয়
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২২

ইরানের গ্রেকো-রোমান এবং ফ্রিস্টাইল কুস্তিগিররা বুলগেরিয়ার ‘ড্যান কোলোভ-নিকোলা পেট্রোভ ইন্টারন্যাশনাল’-এ সাতটি পদক জিতেছেন।
গ্রেকো-রোমান কুস্তিগির সাইদ ইসমাইলি এবং মেয়সাম দলখানি যথাক্রমে ৬০ কেজি এবং ৬৩ কেজি ওজন-শ্রেণিতে দুটি স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে, ৭২ কেজিতে আলিরেজা আবদেভালি এবং ৮২ কেজিতে আলিরেজা মেহমেদি দুটি ব্রোঞ্জপদক ঘরে তুলেছেন। ফ্রিস্টাইলার মেসাম আবদি ৯৭ কেজিতে ইরানের একমাত্র রৌপ্যপদক জিতেছেন। প্রতিযোগিতার ৭৯ কেজিতে মোস্তফা গিয়াসি এবং ১২৫ কেজিতে ইয়াদুল্লাহ মোহেবিও দুটি ব্রোঞ্জপদক ছিনিয়ে নেন। ইভেন্টের এবারের ৫৯তম আসর ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বুলগেরিয়ার ভেলিকো টারনোভোতে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।