বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের নারী বাস্কেটবলের ২৬ ধাপ উন্নতি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/09/4632069.jpg)
ইরানের নারী বাস্কেটবল দল বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ এফআইবিএ নারীদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি দল অপরিবর্তিত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে।
ইরান ব্যাংককে এফআইবিএ নারী এশিয়া কাপ ডিভিশন বি ২০২৩-এর শিরোপা জেতার পরে ১৩৫ পয়েন্ট লাভ করে। ফলে ২৬ ধাপ উন্নতি করে ৫২তম স্থানে পৌঁছেছে দলটি। সূত্র: তেহরান টাইমস