বিশ্ব গ্রেকো-রোমান কুস্তিতে সোনা জিতলো ইরানের ইউসেফি
পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০২১

২০২১ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জয় করেছেন আলি আকবার ইউসেফি। শনিবার তিনি শীর্ষ পদক লাভ করেন।
ইউসেফি ১৩০ কেজির ওজন-শ্রেণির ফাইনাল ম্যাচে রুশ রেসলিং ফেডারেশনের জুরাবি গেদেখাউরিকে ৫-১ পয়েন্টে পরাজিত করেন। ঘরে তোলেন সোনার মেডেল।
এরআগে দিনের শুরুতে প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানের প্রথম স্বর্ণপদক জয় করেন মোহাম্মাদহাদি সারাভি। তিনি ৯৭ কেজির ফাইনাল বাউটে হাঙ্গেরির অ্যালেক্স সোজোককে ৩-১ পয়েন্টে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন।
২০২১ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ নরওয়ের অসলোতে ২ অক্টোবর শুরু হয়ে পর্দা নামে ১০ অক্টোবর। সূত্র: তেহরান টাইমস।