বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের মির্জাজাদেহ’র রৌপ্যপদক জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/09/4279986-1.jpg)
ইরানের গ্রেকো-রোমান কুস্তিগির আমিন মির্জাজাদেহ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতেছেন। মঙ্গলবার সার্বিয়ার বেলগ্রেডে পুরুষদের গ্রেকো-রোমান ১৩০ কেজি ওজন শ্রেণিতে তিনি তুর্কি কুস্তিগির রিজা কায়াল্পের কাছে পরাজিত হন। কায়াল্প এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। এর আগে তিনি তিনি ২০১১ সালে ইস্তাম্বুলে, ২০১৫ সালে লাস ভেগাস, ২০১৭ সালে প্যারিস এবং ২০১৯ সালে নুর-সুলতানে স্বর্ণপদক জয় করেন।
ইরান দুটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ নিয়ে এবারের প্রতিযোগিতার ইতি টানে। এর আগে ৬৭ কেজি ওজন শ্রেণিতে ইরানের মোহাম্মদরেজা গেরাই রৌপ্য এবং মোহাম্মদহাদি সারাভাই ৯৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন। মেহর নিউজ।