বিশ্ব কারাতে রেটিং এ ইরানের হামিদে দ্বিতীয়
পোস্ট হয়েছে: জুন ২০, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/06/21864399-f3cb-4353-b483-7996697300de.jpg)
হামিদেহ আব্বাসী বিশ্ব কারাতে ফেডারেশনের সর্বশেষ রেটিংএর দ্বিতীয় স্থানে উঠেছেন। ১৩০ দেশের কারাতে রেটিং এ নারীদের শীর্ষ স্থান দখল করে আছে সুইজারল্যান্ড। তারপরেই রয়েছেন ইরানের হামিদেহ। এছাড়া ইরানের পুরুষ কারাতে জাবিহোল্লাহ পোরশেইব তৃতীয় স্থান দখল করেছেন। গত জানুয়ারিতে হামিদেহ কুড়িতম প্যারিস কারাতে প্রিমিয়ার লিগে ব্রোঞ্জ পদক পান। এ পদক পেতে হামিদেহকে পরাজিত করতে হয়ে ইতালি ও ড্যানিশের দুই নারী কারাতেকে। সূত্র: প্রেস টিভি