শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বে বিদ্যুৎ উৎপাদনে ইরান নবম স্থানে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০১৯ 

news-image

সারাবিশ্বে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান নবম স্থানে রয়েছে। চলতি বছরের প্রথম ৫ মাসে ইরান ৮২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। তার এই উৎপাদন বিশ্বে নবম স্থান নিশ্চিত করেছে।

কম্বাইন্ড সাইকেল টারবাইনের মাধ্যমে ইরান ২৫ হাজার ৪০৩ মেগাওয়াট, গ্যাস টারবাইনের মাধ্যমে ২৫ হাজার মেগাওয়াট এবং স্টিম টারবাইনের মাধ্যমে ১৫ হাজার ৮৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।

বুশেহর শহরে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র

এছাড়া, ওয়াটার টারবাইনের মাধ্যমে ইরান ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে যা মোট উৎপাদনের শতকরা ১৪.৬ ভাগ। ইরান আণবিক শক্তি ব্যবহার করে প্রতিদিন ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা মোট বিদ্যুতের শতকরা ২ ভাগ।

সারা বিশ্বে প্রতি বছর ৬,৬২৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় যার মধ্যে শতকরা ৬১ ভাগ উৎপাদিত হয় থার্মাল পাওয়ার স্টেশনের মাধ্যমে। পার্সটুডে।