বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বে প্রথম লেশম্যানিয়াসিসের ভ্যাকসিন তৈরিতে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৪ 

news-image

ইরানের পাস্তুর ইনস্টিটিউট লেশম্যানিয়াসিসের জন্য একটি ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে। বিশ্বে এই ধরনের ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা প্রথম বলে জানা গেছে।

লেশম্যানিয়াসিস একটি পরজীবী রোগ যা গ্রীষ্মমণ্ডলীয়, উপক্রান্তীয় অঞ্চল এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশে দেখা যায়। এটি লিশম্যানিয়া প্যারাসাইটের সংক্রমণের কারণে হয়, যা সংক্রামিত স্যান্ডফ্লাইদের কামড়ে ছড়িয়ে পড়ে।

মানুষের মধ্যে লেশম্যানিয়াসিসের বিভিন্ন রূপ রয়েছে। সবচেয়ে সাধারণ ধরনগুলি হচ্ছে, ত্বকের লেশম্যানিয়াসিস, যা ত্বকে ঘা সৃষ্টি করে এবং ভিসারাল লেশম্যানিয়াসিস, যা বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গকে (সাধারণত প্লীহা, লিভার এবং অস্থি মজ্জা) প্রভাবিত করে।

পাস্তুর ইনস্টিটিউটের সভাপতি রহিম সারওয়ারির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশের কিছু অংশে এই রোগের খবর পাওয়া গেছে। কিন্তু বর্তমানে বিশ্বে লেশম্যানিয়াসিসের কোনো ভ্যাকসিন নেই। ইরানের পাস্তুর ইনস্টিটিউটের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো লেশম্যানিয়াসিসের চিকিৎসার জন্য একটি ভ্যাকসিন তৈরি করা। ভ্যাকসিনটি তৈরির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। সূত্র: তেহরান টাইমস