‘বিশ্বে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান উৎপাদনে ৭ম স্থানে ইরান’
পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০১৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2014/10/nano-technology.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ন্যানো টেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিল বা আইএনআইসি’র সচিব সায়িদ সারকর বলেছেন, ন্যানো প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান উৎপাদনে ইরান বিশ্বে সপ্তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এর আগে ইরান অষ্টম স্থানে ছিল। একইসঙ্গে মুসলিম বিশ্বে এখনো ইরান শীর্ষ অবস্থানে রয়েছে। তেহরানে সপ্তম আন্তর্জাতিক ন্যানোপ্রযুক্তি উৎসবের অবকাশে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সায়িদ সারকর আরো বলেছেন, ন্যানো প্রযুক্তির জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে ইরান গত বছরের চেয়ে আরো এক ধাপ এগিয়েছে। ইরানের ন্যানো প্রযুক্তি গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেক দেশই এ বিষয়ে ইরানের সহযোগিতা চাইছে। বর্তমানে ২০ হাজার বিশেষজ্ঞ ও গবেষক ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে তিনি জানান।
আজ (সোমবার) তেহরানের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক ন্যানো প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
তেহরান রেডিও, ৬ অক্টোবর, ২০১৪