বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় ৮ ইরানি
পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/11/3946598.jpg)
২০২১ সালে বিশ্বব্যাপী প্রযুক্তিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলা বিজ্ঞানীদের তালিকায় শীর্ষ দুই শতাংশের মধ্যে স্থান করে নিয়েছেন আট ইরানি বিজ্ঞানী। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বৈশ্বিক সূচকে এই চিত্র উঠে এসেছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের লক্ষাধিক বিশিষ্ট বিজ্ঞানীর তথ্য উপস্থাপনার জন্য একটি ডাটাবেজ তৈরি করেছে। এতে বিজ্ঞানের ২২টি ক্ষেত্র ও ১৭৬টি উপশাখায় কাজ করা বিজ্ঞানীদের তথ্য তুলে ধরা হয়। ডাটাবেজে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ৮ ইরানি বিজ্ঞানী। প্রকাশিত নিবন্ধের সংখ্যা, বৈজ্ঞানিক কাজের সংখ্যা, তাদের প্রভাব এবং নিবন্ধের পরিমাণ এবং তাদের প্রকাশিত নিবন্ধগুলোর উদ্ধৃতির সংখ্যা ইত্যাদি সূচকের ভিত্তিতে তাদের বাছাই করা হয়। ইরান থেকে তালিকায় স্থান পাওয়া নির্বাচিত বিজ্ঞানী ও অধ্যাপকদের মধ্যে রয়েছেন আহমদ রেজা দেহপুর, মোস্তফা ঘানি, মোর্তেজা ইজাদি, মজিদ সাইদী, সৈয়দ ফাজেল নববী, সৈয়দ মোহাম্মদ নববী, আজাদেহ মানাই এবং সেদিগেহ আসগারী। সূত্র: তেহরান টাইমস।