বিশ্বের শীর্ষ দশ পর্যটন কেন্দ্রের তালিকায় ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০১৯

বিশ্বের শীর্ষ দশ পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সোমবার ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প সংস্থার (সিএইচটিএইচও) প্রধান আলি আসকার মুনেসান একথা জানান।
ইরান সমৃদ্ধ প্রাকৃতিক পর্যটন সক্ষমতা উপভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক, প্রাকৃতিক ও পর্যটন আকৃষ্টের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দশ পর্যটন কেন্দ্রের মধ্যে ইরানের নাম রয়েছে।
ইয়াজদ প্রদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি এই কর্মকর্তা বলেন, ওই র্যাঙ্কিংয়ে দেখা গেছে তার দেশের সব শহরের বিশেষ পর্যটন সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে। সেকারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দর্শনীয় ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দর্শনে বিদেশি পর্যটকরা দেশটি ভ্রমণে এসেছেন।
ইরানের পশ্চিমাংশের পর্যটন আকর্ষণগুলো তুলে ধরে মুনেসান বলেন, দেশের পশ্চিম অংশ অদ্বিতীয় প্রাকৃতিক ও ঐতিহাসিক সক্ষমতা ভোগ করছে এবং এসব অঞ্চলে পর্যটক টানতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা, দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর উচ্চ পর্যটন সম্ভাবনা রয়েছে। এতে কর্মসংস্থান তৈরি হতে পারে এবং যথাযথভাবে অর্থনীতির চাকাকে চাঙ্গা করতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।