বিশ্বের বর্ষসেরার মনোনয়ন পেল ইরানের ফুটসাল
পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২২

ইরানের জাতীয় ফুটসাল দল ২০২১ সালে বিশ্বের সেরা দলের মনোনয়ন পেয়েছে। একই সাথে ইরানি কোচ মোহাম্মদ নাজেমাশারিহ গেল বছরের জন্য বিশ্বের সেরা কোচের মনোনয়ন লাভ করেছেন। বর্ষসেরার এই মনোনয়ন দিয়েছে ফুটসালপ্লানেটডটকম।
ইরান বছরের সেরা ফুটসাল দলের খেতাব কুড়াতে আর্জেন্টিনা, বসনিয়া ও হার্জেগোভিনা, জাপান, কাজাখস্তান, মরক্কো, পর্তুগাল, স্লোভাকিয়া, উজবেকিস্তান ও ভেনিজুয়েলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। নাজেমাশারিহ ইরানকে লিথুয়ানিয়ায় ২০২১ ফিফা ফুটসাল কাপের চূড়ান্ত চারে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। বাখোদির আখমেদভ (ইউজেডবি –উজবেকিস্তান), মারিয়ান বার্কি (এসভিকে- স্লোভাকিয়া), ব্রুনো গার্সিয়া ফরমোসো (ইএসপি- জাপান), হিচাম ডগুইগ (এমওআর – মরক্কো), ফ্রেডি মিগুয়েল গনজালেজ বারেরা (ভেন – ভেনিজুয়েলা), জর্জ গোমেস ব্রাজ (পিওআর)- পর্তুগাল), পাওলো রিকার্ডো ফিগুইরো সিলভা “কাকা” (বিআরএ – কাজাখস্তান), ইভো ক্রেজো (বিআইএইচ – বসনিয়া ও হার্জেগোভিনা) এবং মাতিয়াস রাউল লুকুইক্স (এআরজি – আর্জেন্টিনা) সেরা কোচের জন্য মনোনীত হয়েছেন৷ সূত্র: তেহরান টাইমস।