বিশ্বব্যাপী ইরানের ব্যাংকগুলোর লেনদেন শুরু
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০১৬
দীর্ঘদিন ধরে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ থাকায় দেশটির ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেনেও ছিল নিষেধাজ্ঞা। এখন এ অবরোধ প্রত্যাহার করার পর ইরানের ব্যাংকগুলোর সঙ্গে সারা বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংগুলোর লেনদেন পুনরায় চালু হয়েছে। এসডব্লিউআইএফটি বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হয়েছে ইরানের ব্যাংকগুলো। ফলে আন্তর্জাতিকভাবে স্বাভাবিক লেনদেন এখন সম্ভব হচ্ছে।
২০১২ সালে ইরানের সঙ্গে এসডব্লিউআইএফটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের ওপর অবরোধ আরোপ করার অংশ হিসেবে। এর ফলে ইরানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন প্রায় বন্ধ হয়ে পড়ে। এখন ফের আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন চালু হওয়ায় ইরানে পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রে এলসি খুলতে আর কোনো বাধা রইল না। ফিন্যান্সিয়াাল ট্রিবিউন