শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপ বাছাইপর্বে হংকংকে হারাল ইরান

পোস্ট হয়েছে: জুন ৭, ২০২১ 

news-image

বিশ্বকাপ বাছাইপর্বে হংকংয়ের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার মানামার আল মুহাররাক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বাছাইপর্বের এই ম্যাচে ২৩ মিনিটের মাথায় ইরানের হয়ে প্রথম গোল করেন আলি ঘোলিজাদেহ। খেলা শুরুর এক ঘণ্টার পরপরই দ্বিতীয় গোলটি করেন ভাহিদ আমিরি। ৮৪ মিনিটের মাথায় তৃতীয় গোলটি আসে কারিম আনসারিফারদের পায়ে।

অন্যদিকে, হংকংয়ের হয়ে ৮৫ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন চেঙ সিউ কোয়ান।
গ্রুপ পর্বের প্রতিযোগিতায় ইরান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ইরাক ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।