রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাই ম্যাচের আয়োজক হতে চায় ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২১ 

news-image

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ সি’র ম্যাচ আয়োজন করতে চায় ইরান। মঙ্গলবার এশিয়ান কনফেডারেশনের (এএফসি) কাছে ম্যাচ আয়োজনের একটি আনুষ্ঠানিক অবেদন পত্র দাখিল করেছে দেশটি।

এএফসির সিদ্ধান্ত মতে, বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ সি’র ম্যাচগুলো জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ইরান গ্রুপ সি’তে হংকং ও কম্বোডিয়ার বিরুদ্ধে যথাক্রমে ৩ ও ৭ জুন খেলবে। অন্যদিকে বাহরাইন ও ইরাকের বিরুদ্ধে মাঠে নামবে ১১ ও ১৫ জুন।

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ থাকার কারণে উল্লিখিত বাকি ম্যাচগুলো কেন্দ্রীয় কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইরান এই ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়েছে। ইরান গ্রুপ সি’তে ইরাক ও বাহরাইনের পেছনে তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।