‘বিবেক-বুদ্ধি আছে এমন কোনো শত্রুই ইরানে হামলার সাহস করবে না’
পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৬
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র তার নিরাপত্তা সক্ষমতাকে এমন পর্যায়ে উন্নিত করেছে যে, সুস্থ-মস্তিষ্কের কোনো শত্রুই ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সাহস করবে না।
শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ডিবিশনের মাধ্যমে উন্মোচিত নতুন ড্রোনের প্রদর্শনী এবং প্রস্তুত কার্যক্রম পরিদর্শনকালে আলী শামখানি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশীয় সরঞ্জাম দিয়ে তৈরি বিভিন্ন পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রযুক্তির ওয়ারহেড ইরানকে এমন এক সক্ষমতা এনে দিয়েছে যে, কোনো বিবেক-বুদ্ধি সম্পন্ন শত্রু ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস পাবে না।
তিনি জোর দিয়ে আরো বলেন, ইরান বাস্তবিকভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে, প্রচলিত প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ক্ষেত্রে তার দেশ কোনো সীমা পরিসীমা মানে না।
আলী শামখানি বলেন, আইআরজিসির এরোস্পেস ডিভিশন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এর আগে আটককৃত মার্কিন ড্রোনকে আরো আধুনিকায়ন করেছে। ইরানের এ অর্জন প্রমাণ করেছে, এই অঞ্চলে আমেরিকার অবৈধ উপস্থিতি হুমকির পরিবর্তে এক বিরাট সুযোগ সৃষ্টি করেছে।
সূত্র: পার্সটুডে