বসনিয়ার সাথে ইরানের প্রীতি ম্যাচ ১২ নভেম্বর
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২০
বসিয়ানর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ইরানের পুরুষ জাতীয় ফুটবল দল। আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাজেভোর অসিম ফেরহাতোভিক হাসে স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস বিধিনিষেধের কারণে স্টেডিয়ামে কোনো দর্শককে ঢুকতে দেয়া হবে না।
ইরানের ৫২ বছর বয়সী প্রধান কোচ ড্রাগন স্কোকিকের নেতৃত্বে এটি হবে ইরানের দ্বিতীয় প্রীতি ম্যাচ। এরআগে তার নেতৃত্বে ৮ অক্টোবর প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে টিম মেল্লি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।