মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বন রক্ষায় ইরানে বরাদ্দ দ্বিগুণ

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২১ 

news-image
ইরানে বন রক্ষায় বাজেট বরাদ্দ দ্বিগুণের কথা জানান ফরেস্ট, রেঞ্জল্যান্ডস অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন প্রধান মাসুদ মনসুর। এ বরাদ্দের পরিমাণ হচ্ছে প্রায় ১২৬ মিলিয়ন ডলার। বাজেটের এ বরাদ্দ জলাবদ্ধতা ব্যবস্থাপনা, মাটি সুরক্ষা, মরুকরণ রোধ, পুনর্বাসন, উন্নয়ন ও বন ও রেঞ্জভূমিগুলির যথাযথ ব্যবহার, স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন ইত্যাদি প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। গত বছর প্রায় ৪৭ হাজার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে এক উন্নয়ন ও পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় আনা হয়। ইরানের উত্তরের বনাঞ্চলে কাঠ পাচার কমাতে গৃহীত ব্যবস্থা নেওয়ায় এর আগের বছরের তুলনায় গত বছর কাঠের পাচার ৩০ শতাংশ এবং গাছ পাচার ২০ শতাংশ কমেছে। মনসুর আরো জানান, বনাঞ্চলের ঘনত্ব হ্রাস পাচ্ছে এবং এ বিষয়টি রোধ করা প্রয়োজন। একই সঙ্গে বনাঞ্চল সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তেহরান টাইমস।