বই মেলা সহযোগিতায় ইরান তাইওয়ান সমঝোতা
পোস্ট হয়েছে: অক্টোবর ১৪, ২০১৮
ইরান ও তাইওয়ানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ইরান কালচারাল ফেয়ারস ইনস্টিটিউট (আইসিএফআই) ও তাইপে ইন্টারন্যাশনাল বুক এক্সিবিশন (টিআইবিই) এর মধ্যে চুক্তিটি সই হয়।
বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্ট বই মেলায় আইসিএফআই পরিচালক আমির মাসুদ শাহরামনিয়া ও টিআইবিই চেয়ারম্যান জেমস সি এম চাও সমঝোতায় স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ইরান ও তাইওয়ান দুদেশের বই মেলায় একে অপরকে বিনামূল্যে প্যাভিলিয়ন সুবিধা দেবে। অর্থাৎ ইরান তেহরান ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তাইওয়ানকে ও তাইওয়ান তাইপে বুক এক্সপোতে ইরানকে বিনামূল্যে প্যাভিলিয়ন দিয়ে সহযোগিতা করবে। চুক্তিটি বলবৎ থাকবে ৫ বছরের জন্য।
আইসিএফআই পরিচালক শাহরামনিয়ার জানান, প্রত্যেক দেশের একজন করে প্রখ্যাত লেখক অপর দেশের বই মেলায় যোগ দেবেন।
বুধবার জার্মানিতে বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক বইমেলা ‘ফ্রাঙ্কফুর্ট বাচমেসে’ শুরু হয়। বইমেলার এবারের ৭০তম আসরে ইরান ও তাইওয়ান অংশ নিয়েছে। এতে ইরানসহ ১১০টি দেশ ও অঞ্চল থেকে আসা সাড়ে সাত হাজার প্রকাশনীর বইপত্র প্রদর্শিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।