কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ইরানের ‘রিলিজ ফ্রম হ্যাভেন’
পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৭

ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে এবার ‘অ্যানিমেশন দ্যাট ম্যাটারস অ্যাওয়ার্ড’ জিতে নিল ইরানের ফিউচার লেন্থ’এর ‘রিলিজ ফ্রম হ্যাভেন’। ২৩ মে ইরানের অ্যানিমেশন তৈরিকারকদের সাথে জাপানের শিনিচিরো কিমুরা, ফ্রান্সের মিখায়েল ফুজেলিয়ার ও ইতালির বাবাব পায়ামির হাতে তুলে দেওয়া হয় এ অ্যাওয়ার্ড। ইরানের ৭৬ মিনিটের এ অ্যানিমেশন চিত্রটির চিত্রনাট্য করেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মাজিদ আসোদেগান, পরিচালনা করেছেন অ্যানিমেটর আলী নুরি অস্কুরি এবং সহপ্রযোজনা করেছেন সাইয়েদ ভাহিদ ওলিয়াই।
ইরানি অ্যানিমেশন চিত্রটির বাস্তব্য মূল্য ও বার্তা বিবেচনা করে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে যেখানে মানুষ হিসেবে দুনিয়ায় জন্মের সার্থকথাকে তুলে ধরা হয়েছে। অ্যানিমেশন চিত্রটিতে দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত একটি দেশে একজন শিক্ষক যার নাম সারেহ তিনি তার দুই ছাত্রকে এমন পথ বাৎলে দেন যাতে তাদের জীবন পাল্টে যায়। চিন্তাশক্তি, গল্পের শক্তিশালী কাহিনী ও বাস্তবতা ও বিস্ময়কর অ্যানিমেশন প্রযুক্তি ও কারিগরি মিলে ‘রিলিজ ফ্রম হ্যাভেন’ জিতে নেয় এবারের কান চলচ্চিত্র উৎসবে ‘এ্যানিমেশন দ্যাট ম্যাটারস অ্যাওয়ার্ড’। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন ।