শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রান্সে ইরানি ফিচারের শীর্ষ তিন অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

ফ্রান্সের দ্বিতীয় কারকাসনে আন্তর্জাতিক রাজনৈতিক চলচ্চিত্র উৎসবে শীর্ষ তিন অ্যাওয়ার্ড জয় করেছে ইরানি ফিচার ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা নারগিস আবিয়ার।

উৎসবের শীর্ষ তিন পুরস্কার গ্র্যান্ড প্রিক্স, সেরা অভিনেত্রী ও সেরা স্টুডেন্ট জুরি অ্যাওয়ার্ড লাভ করে ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’। সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ছবিটির অভিনেত্রী এলনাজ শাকেরদুস্ত।

ফরাসি চলচ্চিত্র উৎসবের ‘ফিকশন ইন কমপিটিশন’ বিভাগে অন্য ছয়টি ছবির সঙ্গে লড়াই করে ওই তিন অ্যাওয়ার্ড ঘরে তোলে ইরানি ফিচারটি।

নারগিস আবিয়ার লেখা ও পরিচালিনায় চলচ্চিত্রটিতে দক্ষিণপূর্ব ইরানের সন্ত্রাসী গোষ্ঠী জুনদুল্লাহর প্রতিষ্ঠাতা ও নেতা আবদুল মালিক রিগির ছোট ভাই আবদুল হামিদ রিগির কাহিনি ফুটে তোলা হয়েছে। আবদুল হামিদ রিগি তেহরানের নারী ফায়েজেহ মানসুরিকে বিয়ে করেন। তিনি ফায়েজেহকে পাকিস্তানে বসবাসের জন্য স্বদেশ ছাড়তে বাধ্য করেন। সঙ্গে ফায়েজেহর ভাইকেও নিয়ে যান। পাকিস্তানে গিয়ে তারা জুনদুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

কারকাসনে আন্তর্জাতিক রাজনৈতিক চলচ্চিত্র উৎসবের এবারের দ্বিতীয় পর্ব ১০ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ১৪ ডিসেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।