ফিল্ম অ্যাকাডেমির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন ২ ইরানি
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২২
ইরানি একজন অভিনেতা এবং একজন ইরানি চলচ্চিত্র নির্মাতা সহ ৩৯৭ জনকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ফিল্ম অ্যাকাডেমি।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিশ্বব্যাপী চলচ্চিত্র সম্প্রদায়ের ৩৯৭ সদস্যকে সংগঠনে যোগ দেওয়ার জন্য এই আমন্ত্রণ জানিয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ফিল্ম অ্যাকাডেমি।
‘অ্যা হিরো’ এবং ‘কোল্ড সোয়েট’-এ অভিনয় করা ইরানি অভিনেতা আমির জাদিদি, ‘রেডিওগ্রাফ অব অ্যা ফ্যামিলি’ এবং ‘ফেস্ট অব ডিউটি’ এর পরিচালক ফিরোজেহ খোসরোভানি সংগঠনটিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। সূত্র: মেহর নিউজ।