ফিফা বিশ্বকাপে ইরানের সর্বকনিষ্ঠ ও বয়স্ক ফুটবলার
পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/11/4104768.jpg)
২৩ বছর বয়সী সালেহ হারদানি ২০২২ বিশ্বকাপে ইরানের টিম মেল্লির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে থাকছেন। অন্যদিকে, ৩৫ বছর বয়সী ওমিদ ইব্রাহিমি এই ইভেন্টে দেশের সবচেয়ে বয়স্ক ফুটবল তারকা হিসেবে বিবেচিত হন।
উরুগুয়ে ও সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নবনিযুক্ত কোচ কার্লোস কুইরোজ ইরানের ফুটবল খেলোয়াড়দের সর্বশেষ তালিকা প্রকাশ করেছেন। এই ক্যাম্পের জন্য তিনি ২৭ জনকে বাছাই করেছেন। এরমধ্যে ১৬ জন খেলোয়াড় তার সাথে ১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। অস্ট্রিয়ায় ২৩ ও ২৭ নভেম্বর উরুগুয়ে ও সেনেগালের মুখোমুখি হবে টিম মেল্লি।
ডিফেন্ডার সালেহ হারদানি সর্বকনিষ্ঠ খেলোয়াড়। আর ওমিদ ইব্রাহিমি মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি ইরানের জাতীয় ফুটবল দলের সবচেয়ে বয়স্ক সদস্য।
তালিকা অনুযায়ী, আলিরেজা বিরানভান্দ (২৯), আমির আবেদজাদেহ (২৯), হোসেন হোসেইনি (৩০), এবং পায়াম নিয়াজামান্দ (২৭) গোলরক্ষকদের দলে আমন্ত্রণ পেয়েছেন।
আলী ঘোলিজাদেহ (২৬) এবং করিম আনসারিফার্ড (৩২) যথাক্রমে দলের সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বয়স্ক স্ট্রাইকার। এছাড়াও, সরদার আজমাউন (২৭), মেহেদি তোরাবি (২৮), আলীরেজা জাহানবখশ (২৯), এবং মেহেদি তারেমি (৩০) ফরোয়ার্ড হিসেবে খেলবেন। শোজা খলিলজাদেহ (৩৩) সবচেয়ে বয়স্ক ডিফেন্ডার, সালেহ হারদানি (২৩) দলের সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে খেলবেন।
মোহাম্মদ হোসেন কানানিজাদেগান এবং মিলাদ মোহাম্মদী উভয়েই ২৮ বছর বয়সী ডিফেন্ডার। সাদেগ মোহাররামি এবং মাজিদ হোসেইনির বয়স ২৬।
রামিন রেজাইয়ান (৩২), মোর্তেজা পৌরালিগঞ্জি (৩০), ওমিদ নুরাফকান (২৫) এবং আবোলফজল জালালি (২৪) অন্যান্য ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন।ওমিদ ইব্রাহিমি (৩৫), এবং ভাহিদ আমিরি (৩৪) হলেন স্কোয়াডের সবচেয়ে বয়স্ক এবং দ্বিতীয়-প্রবীণতম মিডফিল্ডার।মিডফিল্ডারদের মধ্যে সামান ঘোদ্দোস এবং আহমেদ নুরুল্লাহি দুজনেরই বয়স ২৯ বছর।এহসান হাজসাফি (৩২), মিলাদ সরলাক (২৭), এবং সাইদ এজাতোলাহি (২৫) দলের অন্যতম মিডফিল্ডার। সূত্র: মেহর নিউজ।