রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফায় নিয়োগ পেল ইরানের তিন রেফারি

পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০১৫ 

news-image

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জাপান-২০১৫ উপলক্ষে খেলা পরিচালনার জন্য ইরানের তিন রেফারি ও সহকারি রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। রেফারি হিসেবে ইরানের আলীরেজা ফাঘানি এবং লাইনস ম্যান বা সহকারি রেফারি হিসেবে  রেজা সুখানদান ও মোহাম্মদ রেজা মানসুরি নিয়োগ পান ফিফায়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার গভর্নিং বডি ৬টি সংঘ থেকে এ তিন ইরানী রেফারিকে নিয়োগ দেয়।

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটি জাপানের ওসাকা ও ইউবোহামায় ১০-২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ক্যামেরুন, কলম্বিয়া, এল সালভাদর, ইরান, জাপান, নিউজিল্যান্ড ও সুইডেনের রেফারিরা খেলা পরিচালনা করবেন। এই রেফারিদের মধ্যে ৪১ বছর বয়সী সুইডেনের জোনাস ইরিকসন সবচেয়ে বেশি বয়স্ক । আর ক্যামেরুনের ৩৩ বছর বয়সী আলীউম সবচেয়ে কম বয়সী রেফারি হিসেবে এই আসরের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। সূত্র: ইরান ডেইলি