ফারসি কবি গাঞ্জাভির ওপর গবেষণায় বৈশ্বিক পুরস্কার চালু ইরানের
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২
ফারসি কবি নেমাজি গাঞ্জাভির ওপর বিশ্বজুড়ে গবেষণা উদযাপনের জন্য একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছে ইরান। ইউনেস্কো বিষয়ক ইরানের জাতীয় কমিশন মঙ্গলবার এই ঘোষণা দেয়।
পুরস্কার নীতিনির্ধারণী পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গবেষণায় অবশ্যই ফারসি ভাষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে নেজামির তাৎপর্য এবং নানাবিধ প্রভাবের উপর আলোকপাত করতে হবে। বৈশ্বিক এই পুরস্কার এবছরের ১২ মার্চ নেজামি দিবসে প্রদান করা হবে। সূত্র: তেহরান টাইমস।