রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর ভিজ্যুয়াল আর্টস ফেস্টিভালের পর্দা নামলো

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২২ 

news-image

দশটি বিভাগে সেরা শিল্পীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে ইরানের ১৪তম ফজর ভিজ্যুয়াল আর্টস উৎসব।তেহরানের ওয়াহদাত হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।উৎসবে সেরা চিত্রকলার জন্য গোল্ডেন তুবা পুরস্কার লাভ করেন পারিয়া মালমির। অন্যদিকে হাদি ফকিহি ফারসি চিত্রকলা (মিনিয়েচার) বিভাগে পুরস্কার পান।উৎসবের সেরা কার্টুনিস্ট নির্বাচিত হয়েছেন এহসান চেরাঘি ইরানশাহি এবং শ্রেষ্ঠ ভাস্কর নির্বাচিত হয়েছেন নাসরিন শাপুরি আজারি।গ্রাফিক ডিজাইন বিভাগে যৌথভাবে গোল্ডেন তুবা পুরস্কার পেয়েছেন মোহাম্মদরেজা চিৎসাজ, মিকাইল বারাতি এবং সাদেক ইলি।সেরা ফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন সাবের কাজি এবং নতুন শিল্পকলা বিভাগে বিজয়ী হয়েছেন এলাহে আবদুল্লাহজাদেহ।সিরামিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোহাম্মদরেজা রাভান্দেহ এবং মরিয়ম সাদাত সিয়াদাত সেরা চিত্রশিল্পী নির্বাচিত হয়েছেন।সেরা ক্যালিগ্রাফারের পুরস্কার জিতেছেন মোহাম্মদ ফাতেহ নাতানজি।

সূত্র: তেহরান টাইমস।