বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর কাপের প্রথম দিনে স্বর্ণজয়ী যারা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২০ 

news-image

ইরানের গিলান প্রদেশের রাজধানী শহর রাশতে রোববার শুরু হয়েছে আন্তর্জাতিক ফজর কাপের পঞ্চম পর্ব। টুর্নামেন্টের প্রথম দিনে ইরান ও ইন্দোনেশিয়ার ভারোত্তলকরা কয়েকটি স্বর্ণপদক জিততে সক্ষম হয়েছেন।

ইরানের হাফিজ কাশকায়ি ও বুলগেরিয়ার অ্যাঞ্জেল রুসেভ ৬১ কেজি ওজন-শ্রেণিতে প্রতিযোগিতা করেন। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপাজয়ী কাশকায়ি সর্বমোট ২৮০ কেজি ওজন তুলতে সক্ষম হন। প্রতিপক্ষকে পেছনে ফেলে ঘরে তোলেন ফজর কাপের স্বর্ণপদক। তিনি স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৬০ কেজি ওজন তোলেন। অন্যদিকে ২০১৮ ইউরোপিয়ান ইয়ুথ চ্যাম্পিয়ন রুসেভ স্ন্যাচে ১১০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৭ কেজি ওজন তুলতে সক্ষম হন।

ইন্দোনেশিয়ার ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ইকো ইয়ুলি ইরাবান ৬৭ কেজি ওজন-শ্রেণিতে খুবই সহজেই সোনা জয় করেন। তিনি স্ন্যাচে ১৩৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৭২ কেজি সর্বমোট ৩১০ কেজি ওজন তোলেন। এই বিভাগে ইন্দোনেশিয়ার দেনি দেনি ২৮৫ কেজি ওজন তুলে দ্বিতীয় ও তুরস্কের বুনিয়ামিন সিজার ২৬৬ কেজি ওজন তুলে তৃতীয় হন।  

ইন্দোনেশিয়ার অপর ভারোত্তলক ত্রিয়াতনো ৭৩ কেজিতে অরেকটি স্বর্ণপদক লাভ করেন।  ২০১২ সালের অলিম্পিক রুপাজয়ী স্ন্যাচে ১৩৬ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি ওজন তোলেন। অর্থাৎ তিনি সর্বমোট ৩০৬ কেজি তোলেন।

অন্যদিকে ইরাকের মোহাম্মাদ কাদ্দুরি মোট ২৯২ কেজি ওজন তোলেন।

ইরান, আর্মেনিয়া, বাংলাদেশ, বুলগেরিয়া, ক্যামেরুন, ইন্দোনেশিয়া, বসনিয়া, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নরওয়ে এবং তুরস্ক সহ ১৩টি দেশের ৩৪জন পুরুষ ভারোত্তলক এতে অংশ নিয়েছেন। কাপ বিজয়ীরা ২০২০ অলিম্পিকে খেলার টিকিট লাভ করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।