প্রিমিয়ার লিগে ১৩ কারাতে খেলোয়াড়কে পাঠাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/03/download.jpg)
২০২১ কারাতে ১-প্রিমিয়ার লিগ ইস্তান্বুলে ১৩ পুরুষ ও নারী কারাতে খেলোয়াড়কে পাঠাবে ইরান। তুরস্কের ইস্তান্বুল শহরে ১২ থেকে ১৪ মার্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর ইস্তান্বুলে এটিই প্রথম আন্তর্জাতিক ইভেন্ট হতে যাচ্ছে। দীর্ঘ প্রতিক্ষার শেষে গোটা কারাতে পরিবারে এনিয়ে উচ্চ আশার সঞ্চার হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক এই কারাতে লিগ অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ অস্ট্রিয়ার সালজবার্গে।
এবারের কারাতে ১-প্রিমিয়ার লিগে অংশ নিতে ৭২টি দেশের প্রায় ৬০০জন কারাতে নিবন্ধন করেছে। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ইরান সাতজন পুরুষ ও ছয় জান নারী কারাতে খেলোয়াড়কে পাঠাবে। সূত্র: তেহরান টাইমস।