প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নিচ্ছে ইরানে তৈরি বোমারু বিমান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৯

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ সামরিক বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটির বার্ষিক কুচকাওয়াজে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে সাইকেহ ও কাওসার বোমারু বিমান। এ দুটি বিমান ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি। এ উপলক্ষে মঙ্গলবার ইরানের বিমান বাহিনী বিশেষ অনুশীলন চালায়।
জেনারেল হামিদ ওয়াহেদি জানান, অন্য বছরের সঙ্গে এবারের সামরিক দিবসে কুচকাওয়াজের প্রধান পার্থক্য হচ্ছে- কাওসার ও সাইকেহ হান্টার বোমারু বিমানের অংশগ্রহণ। তিনি বলেন, “এর মাধ্যমে বিশ্বের সামনে আমরা প্রমাণ করে দিচ্ছি যে, মার্কিন নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করতে পারে নি।”
কাওসার ও সাইকেহ বিমানের পাশাপাশি মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এছাড়া, কেসি-৭৪৭ এবং কেসি-৭০৭ ট্যাংকার বিমানও অংশ নিচ্ছে। পার্সটুডে।