প্রতিরক্ষা খাতের নতুন অর্জন উন্মোচন করছে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/08/3525653.jpg)
প্রতিরক্ষা খাতের সর্বশেষ অর্জনাবলি উন্মোচন করবে ইরান। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হাসান রুহানির অংশগ্রহণের অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে এসব অর্জন উন্মোচন করা হবে। বুধবার এমন তথ্য জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
এদিন সকালে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে তিনি বলেন, আজকে ইরান প্রতিরক্ষা শিল্পের স্থিতিবস্থার উপর একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করা হয়েছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রতিরক্ষা খাতের সর্বশেষ অর্জনাবলি উন্মোচন করা হবে। আগামীকাল একটি প্রোডাকশন লাইন ও একটি প্রদর্শনীও উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।