প্রকৃতির সঙ্গেই থাকুন
পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০১৬
আধুনিক জীবন যাত্রার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে অট্টালিকা। শহুরে জীবনে এই অট্টালিকার মাঝেও এক চিলতে সবুজের হাতছানির জন্যে মানুষের মন কাঁদে। আপনিও ইচ্ছে করলে আপনার বাসভবনকে লতাগুল্মের অভয়াশ্রমে পরিণত করতে পারেন। এজন্যে আপনাকে ব্যবহার করতে হবে কাঠ। কিভাবে কংক্রিটের দেয়ালকে ক্ষতিগ্রস্ত না করে পানি ও মাটি কাঠের বাক্সে ব্যবহার করে তা করা যায় তার বেশ কয়েকটি নমুনা দেয়া হল। এধরনের ভবনে সবুজ পাতাবাহার বা ফুলের গাছের ছোঁয়া আপনাকে এনে দেবে প্রকৃতির পরশ।
বিশেষ করে শীতের ঋতুতে আপনার কাছে এধরনের সবুজ পরশ খুবই আকাঙ্খার হয়ে উঠবে।