বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিসে ইরানি কুস্তিগীরের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭ 

news-image

ইরানের কুস্তিগীর হাসান ইয়াদদানি প্যারিসে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছে। গত বছর রিও’তে ৭৪ কেজি ইভেন্টে হাসান স্লোভাকিয়ার বরিস মেকভকে পরাজিত করে স্বর্ণ জয় করেছিল।

তবে হাসান বলছেন, তিনি তার পারফরমেন্সে খুশি নন। কারণ অসুস্থ থাকায় এবার প্রথম দুই ম্যাচে তিনি অংশ নিতে পারেননি। তবে শেষ পর্যন্ত স্বর্ণ পেয়ে আনন্দ অনুভূতির কথা স্বীকার করে হাসান বলেন, আমার দেশের মানুষ এতে খুশি হয়েছে।

এ প্রতিযোগিতায় হাসানের পর রাশিয়ার ভ্লাডিসলাভ ও যুক্তরাষ্ট্রের জে’ডেন কক্স ব্রোঞ্জ পদক পান।

– তেহরান টাইমস।