বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পোলিশ উৎসবে সেরা তথ্যচিত্র ইরানের ‘হাবিবুল্লাহ’

পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৫ 

news-image

ইরানের আদনান জান্দির ‘হাবিবুল্লাহ’ তথ্যচিত্রটি পোল্যান্ডের ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জুম-জব্লিজেনিয়ায় শীর্ষ পুরস্কার জিতেছে। গত সপ্তাহে উৎসবে প্রতিযোগী ২৯টি তথ্যচিত্রের মধ্যে ছবিটি সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে। খবর ইলনার

২০২৩ সালে নির্মিত ২৪ মিনিটের চলচ্চিত্রটি কুর্দিস্তান প্রদেশের দেহগোলান শহরের লেইলাক্স অঞ্চলের প্রবীণ একজন লোকশিল্পীর জীবন চিত্রিত করেছে। বয়স বাড়ার সাথে সাথে তিনি নতুন চ্যালেঞ্জ এবং সন্দেহের মুখোমুখি হন।
নামকরা চরিত্রটি হলেন ৮০ বছর বয়সী কুর্দি লোকশিল্পী এবং কবি হাবিবুল্লাহ জান্দি। কয়েক দশক ধরে তিনি তার গ্রামে আনন্দের আলো হয়ে আছেন। বিয়ে এবং সমাবেশে পরিবেশনা করেন এবং প্রেম সম্পর্কে তার গান দিয়ে মানুষকে বিনোদন দেন।বর্তমানে তার সেই আবেগ বিরোধিতার সম্মুখীন হয়। কিছু উগ্র ব্যক্তিত্ব অনৈতিকতা প্রচারের অভিযোগ এনে তাকে গান গাওয়া বন্ধ করার দাবি জানান। সূত্র: তেহরান টাইমস