শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুমসাই চ্যাম্পিয়নশিপে ইরানি শিক্ষার্থীদের ছয় মেডেল

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২০ 

news-image

আইএসএফ ওয়ার্ল্ড স্কুল তাইকোয়ান্ডো পুমসাই চ্যাম্পিয়নশিপের প্রথম ভার্চুয়াল টুর্নামেন্টে পদক জিতেছে ইরানের ছয় শিক্ষার্থী। নেপালে ১৩ থেকে ১৫ আগস্ট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের ব্যানারে টুর্নামেন্টটির আয়োজন করে নেপাল স্পোর্টস ফেডারেশন। আন্তর্জাতিক তাইকোয়ান্ডোর বড় এই ইভেন্টে সারা বিশ্ব থেকে ২৯২ জন ছেলে ও ২৬৮ জন মেয়ে অংশ নেয়। খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন তাইকোয়ান্ডোর আন্তর্জাতিক রেফারিরা।

করোনা ভাইরাস মহামারির কারণে ক্রীড়া প্রতিযোগিতাটি এবার অনলাইনে অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষার্থী সংস্থার উদ্যোগে এতে ১২ থেকে ১৪ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সীরা দুই গ্রুপে প্রতিযোগিতা্য় অংশ নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।