বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পাকিস্তানে ওমেন লিডারস অ্যাওয়ার্ড পেলেন ইরানি চলচ্চিত্রকার আবিয়ার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২০ 

news-image

প্রশংসিত ইরানি চলচ্চিত্র পরিচালক নারগিস আবিয়ার পাকিস্তানে নারী নেতা পুরস্কার ‘হুম ওমেন লিডার্স অ্যাওয়ার্ড (এইচডাব্লিউএলএ) ২০২০’ লাভ করেছেন। চলচ্চিত্রের মাধ্যমে নারী ও শিশুদের দুঃখ-দুর্দশা নিয়ে সচেতনতা তৈরিতে অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন।

পাকিস্থানের করাচিতে গভর্নর হাউজে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পাকিস্তান ও অন্যান্য দেশের ১১ কিংবদন্তি নারীকে এই সম্মাননা দেওয়া হয়। কূটনীতি, অর্থনীতি, সামাজিক কর্ম, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, মানবাধিকার, সাংবাদিকতা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় এসব নারীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও পাকিস্তানের বিনোদন শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানি মিডিয়া কোম্পানি হুম নেটওয়ার্ক লিমিটেড আয়োজিত এইচডাব্লিউএলএ ইভেন্টে পাকিস্তান ও বিদেশি নারী সাফল্য অর্জনকারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। এইচডাব্লিউএলএ এর লক্ষ্য পাকিস্তান ও অন্যান্য দেশের কিংবদন্তি নারীদের অবদান ও অর্জনাবলিকে স্বীকৃতি ও সম্মান জানানো। যারা নিজ নিজ ক্ষেত্রে পরিবর্তনকারী ও আশা, সাহস, দৃঢ়সংকল্পের একটি প্রতীক ও উৎস এবং যারা বিশ্বের নারীদের উৎসাহ। এসব কিংবদন্তি নারী সাফল্য অর্জনের আকাঙ্ক্ষি নারীদের জন্য পরামর্শদাতা ও রোল মোডেল হিসেবে বিবেচিত হন। সূত্র: মেহের নিউজ এজেন্সি।