শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ায় প্রথম আয়ন থেরাপি কেন্দ্র চালু করলো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২১ 

news-image

পশ্চিম এশিয়ায় প্রথম অত্যাধুনিক আয়ন থেরাপি কেন্দ্র চালু করলো ইরান। গত মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রটি উদ্বোধন করা হয়। আগামী বছরে থেকে কেন্দ্রটিতে সব ধরনের ক্যান্সারের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সিঙ্ক্রোট্রন সিস্টেমের সাথে বিকিরণ ব্যবহার করে ক্যান্সারের সুর্নিদিষ্ট চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আয়ন থেরাপি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটির নকশা করা হয় ২০১৬ সালে এবং নির্মাণ শুরু হয় ২০১৯ সালে।

এটি ইরানের অন্যতম বৃহত জাতীয় প্রকল্প যেখানে বিশ্বের কয়েকটি দেশের সহযোগিতা রয়েছে। বিশ্বে এই ধরনের প্রযুক্তি মাত্র ছয়টি দেশের হাতে আছে।

ইরানের আণবিক জ্বালানি সংস্থার প্রধান আলি আকবার সালেহির উপস্থিতিতে গেল মঙ্গলবার আয়ন থেরাপি কেন্দ্রটির সরঞ্জাম পরীক্ষা পর্ব সম্পন্ন করা হয়। চিকিৎসা সেবা দেওয়ার জন্য আগামী বছরে এটি প্রস্তুত হবে।

সালেহি জানান, কেন্দ্রটি সুসজ্জিত করার জন্য ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। এতে পুরো বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। সূত্র: তেহরান টাইমস।