পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে ইরানের এই ঐতিহাসিক গুহা-ঘরগুলো
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২১
ইরানের এ ঐতিহাসিক গুহা-ঘরগুলো পর্যটন গন্তব্যে পরিণত করার কাজ চলছে। দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রাচীন ঘরবাড়িগুলো। ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শিলা পাহাড়ের পাদদেশে পর্যায়ক্রমে নির্মাণ করা হয় খোদাই করা ঘরগুলো।
সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফাল্লাহি বলেন, আরদেবিল প্রদেশের মেশকিনশার কাউন্টিতে অবস্থিত বিনালারের নির্জন গুহাগুলো পর্যটকদের পরিদর্শনের জন্য প্রস্তুত করতে বেসরকারি খাতকে হস্তান্তর করা হবে। এই ঘরবাড়িগুলো মানবজাতির প্রথমদিককার বসতি ছল। তারা দুই-তিন তলা বিশিষ্ট ঘর নির্মাণ শুরু করে। যা সময়ের ব্যবধানে ধ্বংস হয়ে যায়। এখনও এসব গুহা-ঘরের কিছু অংশ আন্তসংযুক্ত রয়েছে।
ফাল্লাহি বলেন, অঞ্চলটিতে পর্যটক আকৃষ্ট করতে বিনালারের গুহা সমৃদ্ধ করতে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: তেহরান টাইমস।