বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্যটকদের জন্য বিশেষ প্রযুক্তির মাইক্রো হোটেল বানাবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২৮, ২০২৩ 

news-image

পর্যটকদের জন্য অদূর ভবিষ্যতে বিশেষ প্রযুক্তির মাইক্রো হোটেল চালু করার পরিকল্পনা করছে ইরান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা বলেছেন। ইসমায়েল বারাত মঙ্গলবার ব্যাখ্যা করে বলেন, মাইক্রো হোটেল হচ্ছে ছোট মাত্রার এবং অনন্য কাঠামোর সাথে আবাসনের ক্ষেত্রে প্রযুক্তির একটি বিশেষত্ব রয়েছে।পর্যটক ও ভ্রমণকারীদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি এসব হোটেল পর্যটন খাতের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।তিনি বলেন, পর্যটন কমপ্লেক্স, বিমানবন্দর এবং টার্মিনালগুলিতেও মাইক্রো হোটেল স্থাপন করা যেতে পারে, যেখানে স্থানীয় অবস্থার কারণে একটি নির্দিষ্ট কাঠামো নির্মাণ সম্ভব নয়। পর্যটকরা তাদের বাসস্থান চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ এসব হোটেল থেকে মেটাতে পারে।

সূত্র: তেহরান টাইমস।